আদমদীঘিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন
প্রকাশ : 2022-05-24 20:15:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে বড় ভাইয়ের লাঠির আঘাতে খুন হয়েছে আপন ছোট ভাই। রোববার উপজেলার কদমা গ্রামে নির্মম এই ঘটে। নিহত ছোট ভাইয়ের নাম ইসমাইল হোসেন ওরফে রানা (২৮)। সে কদমা গ্রামের আব্দুল খালেকের ছোট ছেলে।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে আব্দুল খালেকের বড় ছেলে কোরবান আলী (৩২) ও ছোট ছেলে ইসমাইলের সাথে বাড়ির কাজ করা নিয়ে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কোরবান লাঠি দিয়ে ইসমাইলের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় পরিবারের লোকজন ইসমাইলকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে ইসমাইল মারা যান।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, ময়না তদন্তের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পরিবারের কেউ বাদী না হলে এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হবে।