আদমদীঘিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশ : 2024-12-28 18:40:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর ডিএমসি ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮টায় ডহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডহরপুর ডিএমসি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাঈম ইবনে হাসান শাওন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ‚মি) ও সদর ইউপি’র অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ডিএমসি ক্লাবের সদস্য হাজী নাছির উদ্দিন, আনোয়ার হোসেন, নূর মোহাম্মাদ খান, হাফিজুর রহমান, এনামুল হক, আব্দুল মতিন, রেজাউল ইসলাম, আল নাকিব ইনবে হাসান, মারুফ হোসেন, মোহাদ্দিস, নূর ইসলাম, মেহেদী, এনামুল, মিঠু প্রাং প্রমূখ।