আদমদীঘিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত

প্রকাশ : 2025-05-03 10:21:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার (১লা মে) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা মোকলেছার রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান প্রামানিক, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, সম্পাদক জাহিদুল ইসলাম। এছাড়া আদমদীঘি থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। আদমদীঘি থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ কমলের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি থানা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, ফরিদুল হক মুক্তা প্রমূখ। এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব পল্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী ফরিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুছ আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জামায়াত নেতা এ্যাড. সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, মাওঃ এমদাদুল হক, ইদ্রিস আলী, রশিদুল ইসলাম রিপন প্রমূখ।