আদমদীঘিতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
প্রকাশ : 2024-01-29 19:22:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান- প্রযুক্তি সপ্তাহ উদযাপন এবং ৮ম বিজ্ঞান অলিস্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক উন্মক্ত কুইজ প্রতিযোগী এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল আয়োজনের শুরুতেই এক র্যালী শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ম্যাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের স্টলে বিভিন্ন প্রযুক্তি উপস্থান করেন। এছাড়ার বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী,অধ্যক্ষ আব্দুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন,প্রানী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম,প্রকৌশলী রিপন কুমার সাহা,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি,সদর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন,জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পরে অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম,দ্বীতিয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
ই