আদমদীঘিতে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫
প্রকাশ : 2024-12-14 17:53:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেই সাথে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে দায়েরকৃত মামলায় তাদের আদালত পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশনকলোনীর রাজু আহম্মেদের ছেলে জোবায়ের ইসলাম জীম ওরফে শাকিল (২০) ও নওগাঁর বদলগাছী উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামের হেলাল হোসেনের ছেলে রিফাত হোসেন রিপন (২৩)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের সিভিল চা-বাগান জনৈক নওশাদের বাড়ীর সামনে থেকে অলিয়ার রহমান নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় নওশাদের বাড়ীর ভাড়াটে অলিয়ার রহমান বাদী হয়ে কয়েকজনের নামসহ একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পর ঘটনার তদন্ত করে পুলিশ। ঘটনার তদন্তে ওই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ঘোড়াঘাট গ্রামীণ ফুডস্ এর সামনে থেকে রিফাত ওরফে রিপনকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে সান্তাহার জোড়াপুকুর নামক স্থান থেকে জোবায়ের ইসলাম জীম ওরফে শাকিলকে চুরি কাজে সহযোগিতা করায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় ইউপি সদস্য (মেম্বার) কোরবান আলী (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে কাশিমালা বটতলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কোরবান আলী আদমদীঘি উপজেলা সদর ইউপির কাশিমালা গ্রামের হাজি ছহির উদ্দিনের ছেলে। সে আদমদীঘি ইউনিয়ন পরিষদের সদস্য ও এজাহার নামীয় ৭৪ নম্বর আসামী বলে পুলিশ জানায়।
উল্লেখ্য: গত ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সভাপতি উপজেলার কুসুম্বী গ্রামের মিজানুর রহমান বাদি হয়ে গত ২৫ আগষ্ট রাতে সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের সহসভাপতিসহ ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত শুক্রবার রাতে এজাহারভুক্ত আসামী ইউপি সদস্য কোরবান আলীকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারি উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত কোরবান আলীকে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ার আদমদীঘিতে পৃথক অভিযানে ২১০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের আকবর আলীর ছেলে আব্দুর রশিদ (৩৮) ও নওগাঁর রাণীনগর উপজেলার পারইল মন্ডলপাড়া গ্রামের আব্দুল মসজিদে ছেলে জহুরুল ইসলাম (২৯)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএমমোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কুসুম্বী বাজার সংলগ্ন এলাকা ও কুন্দগ্রাম ইউপির মঠপুকুরিয়া গ্রামের জামে মসজিদের সামনে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে জহুরুল ইসলামের থেকে ১৫ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও আব্দুর রশিদের কাছে থেকে ২১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে মাদকদ্রব্য আইনে তাদের নামে মামলা করা হয়। পরে দায়েরকৃত মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।