আদমদীঘিতে নব নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব ভার গ্রহণ
প্রকাশ : 2022-02-27 21:28:59১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার বেলা ১২ টায় সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান সহ ৯টি ওয়ার্ডের মেম্বার এবং ৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন। এলক্ষে এক আলোচনা সভা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদ্রাসা মাঠে নব নির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আঃ লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার,সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার,সদস্য আব্দুল জব্বার,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সহ নব নির্বাচিত মেম্বারবৃন্দ। অপর দিকে রবিবার বেলা ১২ টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত্বরে নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হক আবু সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দায়িত্বভার গ্রহণ করে। বেলা সাড়ে ১১ টায় উপজেলা নশরতপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম মোস্তফা সহ সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা দায়িত্বভার গ্রহণ করে।