আদমদীঘিতে নতুন ইউএনও-এর যোগদান

প্রকাশ : 2025-11-05 18:10:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে নতুন ইউএনও-এর যোগদান

বগুড়ার আদমদীঘি উপজেলার নতুন নির্বাহি অফিসার হিসাবে মাসুদা বেগম যোগদান করেছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলায় বিদায়ী নির্বাহি অফিসার নিশাত আনজুম অন্যন্যার নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রান করেন। নবাগত উপজেলা নির্বাহি অফিসার মাসুদা বেগম রাঙ্গামাটি সদরের সহকারি কমিশনার (ভুমি) হিসাবে দায়িত্ব পালন করেন। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতান, সমাজ সেবা অফিসার আল আমিন, যুব উন্নয়ন অফিসার মোরশেদ আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, সমবায় অফিসার আবু মুহাম্মদ হাবিব উল্লাহ, হিসাব রক্ষণ অফিসার জুলফিকার আলী, পল্লি উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা (ওএস) আছাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।