আদমদীঘিতে ধান মজুদ রাখার দায়ে মিল মালিকের জরিমানা

প্রকাশ : 2024-01-31 10:53:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ধান মজুদ রাখার দায়ে মিল মালিকের জরিমানা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মের্সাস সরদার সেমি অটো রাইচ মিলে ধান মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত ওই মিল ম্যানেজারের ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, উপজেলার সান্তাহার বশিপুর রোডে মের্সাস সরদার সেমি অটো রাইচ মিলে বুরো মৌসুমের ধান নির্ধারিত সময়ের চার মাসের অধিক সময় ধরে মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই মিল ম্যানেজার বকুল হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করে। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) ফিরোজ হোসেন,খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী।

 

সান