আদমদীঘিতে দুই শতাধিক মন্ডবে সরস্বতী পুজা অনুষ্ঠিত
প্রকাশ : 2022-02-05 21:36:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাঘ মাসের প মী তিথি মতে শনিবার বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পুজা স্বাস্থ্যবিধি মেনে উৎসব মূখর পরিবেশে বগুড়ার আদমদীঘি উপজেলা বিভিন্ন স্কুল,কলেজ,সার্বজনীন মন্ডব ও অনেকের বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বিভিন্ন মন্ডব ঘুরে দেখা যায়,স্কুল,কলেজের ছাত্রী-ছাত্রী ও ভক্তরা শুদ্ধ বস্ত্র পড়ে সরস্বতী মূর্তি স্থাপনের আগে পুজোর স্থানে একটি পিঁড়ি কেউবা বেদীতে মূর্তি বসিয়ে দেবীর সামনে জলঘট রেখে ঘটের উপর আ¤্রপত্র ও পানপাতা রেখেছে। এছাড়াও পুজোর জায়গায় হলুদ,কুমকুম,চাল,সাদা ও বাসন্তী রঙের ফুল-মালা দোয়াত,খাগের কলম,বই,কুল বড়ই সহ বিভিন্ন প্রকারের ফল দেবীকে নিবেদন জন্য রাখেন।
পুজোর সময় সরস্বতী দেবীর মন্ত্র পাঠ করেন স্কুল কলেজের ছাত্রী-ছাত্রী সহ ভক্তবৃন্দরা। পুজা শেষে ভক্তরা অঞ্জলি গ্রহন করেন। এছাড়াও মন্ডব গুলোতে শিশুদের হাতেখড়ি দিতে দেখা যায় এবং প্রতিটি মন্ডবে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়। আদমদীঘি উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান,এবার উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দুই শতাধিক স্থানে সরস্বতী পুজার আয়োজন করা হয়। করোনা জনিত কারনে প্রতিটি মন্ডবে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও বিধি-নিষেধ মেনে সকাল সোয়া ৭টা টায় পুজা শুরু হয়ে দিনভর মন্ডব গুলোতে পুজা অনুষ্ঠিত হয়।