আদমদীঘিতে তেলবাহী লরির চাপায় পথচারী নিহত
প্রকাশ : 2024-05-06 17:03:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে রাস্তা পাড় হতে গিয়ে তেলবাহী লরির চাপায় পিষ্ট হয়ে হিরেন্দ্রনাথ বর্মন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল ৩টায় নশরতপুর মুরইল বাজার এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়কে এ ঘটনাটি ঘটে। নিহত হিরেন্দ্রনাথ বর্মন উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা হিন্দুপাড়া গ্রামের বিরেন্দ্রনাথ বর্মনের ছেলে। জানা যায়, গতকাল সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে সুন্ন্যাসতলীর উদ্দেশ্যে বেড়িয়ে আসেন হিরেন্দ্রনাথ বর্মন। পথিমধ্যে মুরইল বাজার এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়ক পারাপার হওয়ার সময় তেলবাহী লরির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং ওই তেলবাহী লরি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সান