আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের
প্রকাশ : 2025-01-10 19:52:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের জিনইর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান উপজেলার ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ জিনইর গ্রামে তার শ্বশুড় বাড়ীতে ঘরজামাই ছিলেন। এদিকে ওই বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি সন্দেহে জিনইর গ্রামের দুলাল হোসেনের ছেলে রতন ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের জিনইর গ্রামের পূর্ব মাঠে গত বৃহস্পতিবার রাতে একটি অগভীর নলকূপের পাশে বিদ্যুতের পোলের উপরে মৃত অবস্থায় স্থানীয়রা তাকে ঝুলতে দেখে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতের লাশ উদ্ধার করে। এ সময় মৃত ব্যক্তির কোমরে বিদ্যুতের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি লক্ষ্য করা যায়। পুলিশের ধারণা, বিদ্যুতের মিটার চুরির সময় বৈদ্যুতিক শখ খেয়েই তার মৃত্যু হয়েছে। এছাড়া থানা পুলিশ ওই ট্রান্সফরমার চুরি সন্দেহে জিনইর গ্রামের রতনকে আটক করলে তার তথ্য অনুযায়ী তার নিজ বাড়ী থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চুরির বিভিন্ন মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, মৃত আব্দুর রহমানের কোমরে বৈদ্যুতিক কাজের যন্ত্রপাতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতে সে ট্রান্সফরমার চুরি করতে পোলে উঠলে ট্রান্সফরমার খোলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে। কোন অভিযোগ না থাকায় উদ্ধার ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।