আদমদীঘিতে জাতীয় বীমা দিবস পালিত
প্রকাশ : 2022-03-01 20:59:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
“বীমায় সুরক্ষিত থাকলে,এগিয়ে যাব সবাই মিলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে মঙ্গলবার বেলা সাড়ে ১১ উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, বীমা অফিসের প্রতিনিধি গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, মোতাহার হোসেন, জাফরান হোসেন রিফাদ প্রমূখ। শেষে শ্রেষ্ঠ বীমাকারীদের পুরস্কার দেয়া হয়।