আদমদীঘিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
প্রকাশ : 2025-02-10 18:35:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিজ্ঞান মেলা উদ্বোধন এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক উম্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন, আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রাণী সম্পাদক কর্মকর্তা বেনজির আহম্মেদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। দিন ব্যাপি এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল বসানো হয়।