আদমদীঘিতে ছয় মাদকসেবির জেল ও জরিমানা

প্রকাশ : 2025-01-16 11:06:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ছয় মাদকসেবির জেল ও জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই দন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির দুর্গাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে আইজুল (৩৫), ছাতিয়ানগ্রাম এলাকার টিপুর ছেলে মোমিন (২০), সান্তাহার পৌর শহরের শাহেব পাড়া মহল্লার মৃত ছবেদ আলীর ছেলে পলাশ (৩০), বশিপুর মহল্লার মৃত বাছের আলীর ছেলে বায়েজিদ (৫৫), নওগাঁ জেলার সদর উপজেলার শিমুলিয়া গ্রামের জমশের আলীর ছেলে জাহাঙ্গীর (৫০), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকায় আব্দুর রহমানের ছেলে রুহুল আমিন (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাদক সেবনের অপরাধে ছয়জন মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুহুলকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা,  বায়েজিদকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা, পলাশকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা, আইজুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা, মোমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১৫০ টাকা, এবং জাহাঙ্গীরকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।