আদমদীঘিতে চালসহ চোর ও পকেটমার চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার
প্রকাশ : 2021-11-08 18:57:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে সংঘবদ্ধ চোর ও পকেটমারের এক সক্রিয় সদস্য কে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী হলো, সিরাজগঞ্জ সদর জেলার রহমতগঞ্জ গ্রামের মৃত- আমির হোসেন শেখের ছেলে তপু শেখ (২৫)।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক তৌহিদুল রহমান বলেন, সোমবার দুপুরে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্ত:নগর ট্রেন সান্তাহার রেল স্টেশনে দাঁড়ায়। এ সময় কয়েকজন সদস্যের চোর ও পকেটমার চক্র ট্রেনটির দরজায় ভিড় করে ট্রেন যাত্রীর চালের বস্তা চুরি করা চেষ্টা করে। সেখানে থাকা রেলওয়ে থানা পুলিশ প্লাটফর্মে ডিউটিরত পুলিশ চালের বস্তা সহ সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আর বাকীঁ সদস্যরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, তপু শেখ একজন সংঘবদ্ধ চোর ও পকেটমারের এক সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত ওই আসামীকে সোমবার বিকেলে বগুড়া আলাদলের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।