আদমদীঘিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : 2021-08-24 19:59:37১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সোমবার দিবাগত রাতে পুলিশ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে হাসপাতাল কলোনীর বস্তির এক বাড়ির শয়ন কক্ষ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধু আত্মহত্যা করেছে না কি হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে সেটা নিয়ে পুলিশসহ সব মহল প্রশ্ন দেখা দিয়েছে। নিহত গৃহবধু আলেফা বেগম(২৬) ওই বস্তির বাসিন্তা অটোচালক নুর মোহাম্মদ জনি(৩২) এর স্ত্রী।
জানা গেছে, জনি ও আলেফা প্রেম করে প্রায় ১০ বছর পুর্বে বিয়ে করে। তাদের ৮ বছরের এক ছেলে সন্তান রয়েছে। আলেফার মায়ের পরিবারের দাবী যে, সম্প্রতি জনি অজ্ঞাত এক নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পরে। এনিয়ে গত তিন মাস ধরে আলেফা-জনির মধ্যে পারিবারীক কলহ চলে আসছে। এর এক পর্যায়ে সোমবার দিবাগত রাতে শয়ন কক্ষ থেকে আলেফার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। পুলিশ মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশ বগুড়ার মর্গে পাঠিয়েছে। এরিপোর্ট পাঠানো সময় পর্যন্ত আদমদীঘি থানায় ইউডি মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।