আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে পাঁচ মাদকসেবির দন্ড

প্রকাশ : 2024-02-09 19:09:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে পাঁচ মাদকসেবির দন্ড

বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে পাঁচ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে তাদের এই দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার হার্ভে স্কুল মোড় এলাকার আবুল কালাম আজাদের ছেলে ছাব্বির হোসেন আকাশ (২১), চা-বাগান নিউ কলোনী এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে রতন হোসেন (৩৫), একই এলাকার নাজির আহম্মেদের ছেলে মশফিকুর রহমান (২৬), নওগাঁর দোগাছী মধ্যপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে পারভেজ হোসেন (২০) ও দোগাছী উত্তর পাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মেজবা সালেহীন রিফাত (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে সান্তাহার পৌর শহরের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবিকে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাব্বির হোসেন আকাশকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, রতন হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, মশফিকুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, পারভেজ হোসেনকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, মেজবা সালেহীন রিফাতকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।