আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে পাঁচ মাদকসেবির দন্ড
প্রকাশ : 2024-02-09 19:09:31১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের অপরাধে পাঁচ মাদকসেবিকে বিভিন্ন মেয়াদে দন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে তাদের এই দন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার হার্ভে স্কুল মোড় এলাকার আবুল কালাম আজাদের ছেলে ছাব্বির হোসেন আকাশ (২১), চা-বাগান নিউ কলোনী এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে রতন হোসেন (৩৫), একই এলাকার নাজির আহম্মেদের ছেলে মশফিকুর রহমান (২৬), নওগাঁর দোগাছী মধ্যপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে পারভেজ হোসেন (২০) ও দোগাছী উত্তর পাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে মেজবা সালেহীন রিফাত (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, বৃহস্পতিবার বিকেলে সান্তাহার পৌর শহরের কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবিকে আটক করা হয়েছে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাব্বির হোসেন আকাশকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, রতন হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, মশফিকুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, পারভেজ হোসেনকে ৪ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, মেজবা সালেহীন রিফাতকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।