আদমদীঘিতে খাস পুকুরের অর্ধকোটি টাকার পোনামাছ জব্দের অভিযোগ 

প্রকাশ : 2024-02-16 18:59:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে খাস পুকুরের অর্ধকোটি টাকার পোনামাছ জব্দের অভিযোগ 

বকেয়ার অজুহাত দেখিয়ে সমিতি কর্তৃপক্ষকে কোন প্রকার নোটিশ না করে বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার [ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন ফোসর্ সহ আদমদীঘির ডালম্বা পূর্বপাড়া বেকার যুব সমবায় সমিতির লিঃ এর নামে ডহরপুর বেলগাড়ী নামক সরকারি খাস পুকুরে জাল টানিয়ে প্রায় অর্ধ কোটি টাকার পোনামাছ জব্দ করেছেন। শুক্রবার [১৬ ফেব্রæয়ারী) সকালে আদমদীঘি সদরের ডহরপুর গ্রামের ৯৪ শতকের বেলগাড়ী নামক পুকুর থেকে এ মাছ গুলো জব্দ করা হয়। তবে ডালম্বা পূর্বপাড়া বেকার যুব সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন বাংলা ১৪২৮ হতে ১৪৩০ সাল পর্যন্ত খাস পুকুরটি বৈধ ভাবে  লীজ নেয়া রয়েছে। এ ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানাযায়, আদমদীঘি উপজেলায় সরকারি জলাশয় গুলো প্রতি বছর দরপত্রের মাধ্যমে এবং খাসলীজ দেয়া হয়। দরপত্র মোতাবেক উপজেলা সদরের ডালম্বা পুর্বপাড়া বেকার যুব সমবায় সমিতি  লিমিটেডকে  বাংলা ১৪২৮ সন থেকে ১৪৩০ সন পর্যন্ত তিন বছরের জন্য ডহরপুর মৌজার ২৭০ দাগে ৯৪ শতক বেলগাড়ী নামক পুকুরটি লীজ দেয়া হয়। উপজেলা জলমহাল কমিটি ডালম্বা পুর্বপাড়া বেকার যুব সমবায় সমিতি লিমিটেড কর্তৃপক্ষকে বেলগাড়ী পুকুরটি অনুমোদন দিয়ে লীজ প্রদান করেন।  লীজ মতে ২ বছর ১০মাস ধরে ওই পুকুরে সমিতি কর্তৃপক্ষ মাছ চাষ করেও আসছে। এদিকে হঠাৎ কোন প্রকার নোটিশ না দিয়ে লীজের চার হাজার পাঁচশত টাকা বকেয়া রয়েছে মর্মে  শুক্রবার (১৬ ফেব্রæয়ারী) সকালে উপজেলা সহকারি কমিশনার ]ভুমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক  ফিরোজ হোসেন ফোর্স সহ অভিযান চালিয়ে বেলগাড়ী পুকুর থেকে জাল নামিয়ে প্রায় অর্ধকোটি টাকার পোনামাছ জব্দ করে ভটভটি যোগে নিয়ে যান। ডালম্বা পূর্বপাড়া বেকার যুব সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, পুকুরটি তার সমিতির নামে বাংলা ১৪২৮ সাল থেকে ১৪৩০ সাল পর্যন্ত লীজ নেয়া রয়েছে। তবে তিনি তৎক্ষনাত লীজের ডিসিআর দেখাতে পারেননি। পরবর্তিতে লীজের কাগজ দেখাবেন বলে সময় চান। কিন্ত সহকারি কমিশনার তা উপেক্ষো করে প্রায় অর্ধকোটি টাকার পোনা মাছ গুলো জব্দ করেন বলে তিনি দাবী করেন।। আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন জানান, ওই পুকুরের লীজ এর টাকা বকেয়া থাকায়  বিধিমোতাবেক অভিযান পরিচালনা করা হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।