আদমদীঘিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ
প্রকাশ : 2025-01-10 19:56:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনা করে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বাদ আছর আদমদীঘি উপজেলা সদরের মডেল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, সাবেক সান্তাহার পৌর মেয়র ও বিএনপি নেতা ফিরোজ মোঃ কামরুল হাসান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, বিএনপি নেতা কামরুল ইসলাম মধু, আব্দুস ছাত্তার সরকার, মোখলেছুর রহমান, যুবদল নেতা শাহ রিয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এছাড়া বাদ আছর উপজেলার ৬টি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীর আয়োজনে বিভিন্ন মসিজদে দোয়া মাহফির অনুষ্ঠিত হয়।