আদমদীঘিতে ঐতিহাসিক ওরস মোবারক অনুষ্ঠিত 

প্রকাশ : 2022-03-31 19:22:23১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে ঐতিহাসিক ওরস মোবারক অনুষ্ঠিত 

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের হযরত বাবা আদম (রহঃ) মাজার ও মসজিদ কমিটির আয়োজনে বিশাল ঐতিহাসিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর হইতে আখেরী মোনাজাত পর্যন্ত ওরস মোবারকে সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন। ওরস মোবারক চলাকালীন সময়ে আমন্ত্রিত অতিথি বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী পরিদর্শন করেন। ওরস মোবারকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পাবনার কয়রা ফাজিল মাদ্রাসার পীরজাদা আলহাজ্ব হযরত মাওঃ মোঃ আমজাদ হোসেন রাশেদী, দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখেন রাজশাহীর মালশিরা মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত হাফেজ মাওঃ মোঃ হাবিবুর রহমান। ওরস মোবারকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মাজার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। ঐতিহাসিক ওরস মোবারকতে আগত মুসল্লিদের তবারকের জন্য ১০টি গরু, ২টি খাসি ও ১০০ মণ চাউলের পোলার আয়োজন করা হয়।