আদমদীঘিতে এ্যাম্পুলসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশ : 2025-01-17 19:10:37১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে এ্যাম্পুলসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৭ পিস এ্যাম্পুল ইনজেকশনসহ ফিরোজ হোসেন (৪৭) নামের একাধিক মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য আইনে একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ফিরোজ হোসেন উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার শিউলি বেগমের স্বামী ও পুতুলের জামাই।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনি মহল্লার জনৈক জাহাঙ্গীরের বসত বাড়ির সামনে ইটের রাস্তার উপর এ্যাম্পুল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল ধৃত ফিরোজ হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে তল্লাশি করে মাদকদ্রব্য ৩৭ পিস এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃর নামে ইতিপূর্বে ৮টি মাদক মামলা রয়েছে। তিনি পুলিশ চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।