আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার  

প্রকাশ : 2025-01-08 18:42:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার   

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক কেজি গাঁজাসহ রুনা বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে আনিকা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুমা বেগম উপজেলার সান্তাহার পৌর শহরের লকু ইস্ট কলোনী এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বুধবার দুপুরে উপজেলার আনিকা পেট্রোল পাম্পের সামনে মহাসড়ক দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশায় মাদক নিয়ে কোথাও যাচ্ছিলেন রুনা বেগম। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।