আদমদীঘিতে ইউএনও’র সংবাদ সম্মেলন
প্রকাশ : 2022-03-19 19:09:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর নিজ উদ্যোগে দেশব্যাপী এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য সাধারণ ভোক্তাদের মাঝে কার্ডের মাধ্যমে আজ থেকে প্রথম ধাপে বিক্রি শুরু হবে। এ লক্ষে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেল করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার টিসিবির পন্য বিক্রির লক্ষে পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের মাঝে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি ও ছোলা বিক্রির কার্ড তৈরি সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনের ইউএনও আরোও বলেন, উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৯ হাজার ৮শত ৬৬জন কার্ডধারী ভোক্তাদের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু করা হবে।
এর মধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১২২৪ জন, নশরতপুর ইউনিয়নে ১১০৬ জন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১১১২জন, কুন্দগ্রাম ইউনিয়নে ৯৬২ জন, চাঁপাপুর ইউনিয়নে ৯৮৪ জন, সান্তাহার ইউনিয়নে ৯৩৪ জন এবং সান্তাহার পৌরসভায় ৩৫৪৪ জন। আজ রবিবার পোঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সান্তাহার মহিলা কলেজ মাঠে টিসিবির এসব পন্য বিক্রি শুরু হবে। পর্যায়ক্রমে আগামী ২৪ মার্চ আদমদীঘি ইউপি ভবন সংলগ্ন, আদমদীঘি রেলওয়ে স্টেশন বাজার, নশরতপুর ইউপি ভবন চত্ত্বর ও মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ২৫ মার্চ ছাতিয়ানগ্রাম ইউপি ভবন চত্ত্বর, শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কুন্দগ্রাম ইউপি ভবন চত্ত্বর, শিববাটি বাজার, ২৭ মার্চ চাঁপাপুর ইউপি ভবন চত্ত্বর ও বিহিগ্রাম স্কুল মাঠ, ছাতনী ঢেকড়া উচ্চ বিদ্যালয় মাঠ, সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল স্কুল মাঠ, ২৮ মার্চ হার্ভের সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়, সান্তাহার সরকারি কলেজ ঈদগাহ মাঠ, মালসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব টিসিবি পণ্য বিক্রি করা হবে।