আদমদীঘিতে আড়াই মণের অধিক গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

প্রকাশ : 2025-02-11 18:21:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে আড়াই মণের অধিক গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ

বগুড়ার আদমদীঘিতে র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে আড়াই মণের অধিক গাঁজসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনকারী ট্রাক জব্দ করা হয়েছে। গত সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা একটি ট্রাক থেকে এসব মাদক-সহ তাদের গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার আউখাব গ্রামের রুহুল আমিনের ছেলে সবুজ মিয়া (৩২) ও কিশোরগঞ্জ জেলা সদরের লঘু নন্দনপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে কামাল হোসেন (৩০)।  

জানা যায়, গত সোমবার সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের সিনিয়র এএসপি রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার অদুরে ইন্দইল আশা ফিলিং স্টেশনে অবস্থান করা ঢাকা মেট্রো-ট-২২-৬৫৫৬ নম্বর ট্রাক তল্লাশি করে ট্রাকের চালকের সিটের নীচে অভিনব কায়দায় লুকানো ৯৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এসময় উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক বহনকারি ট্রাক জব্দ করে আদমদীঘি থানায় সোর্পদ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।