আদমদীঘিতে আইনশৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2024-12-30 18:51:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে আইনশৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলায় আইনশৃংখলা ও সমন্বয় কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে একই সাথে এই সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সহ-সভাপতি বেনজীর রহমান, সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল আহম্দে, সম্পাদক সাগর খান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, হিটলু, নাজিম উদ্দিন প্রমূখ।