আদমদীঘিতে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেফতার এক

প্রকাশ : 2022-03-05 19:42:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আদমদীঘিতে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার, গ্রেফতার এক

বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহরণের ৯ দিন পর শুক্রবার রাতে ঢাকা থেকে উদ্ধার এবং অপহরণকারী সোহেল রানাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

জানা গেছে, আদমদীঘি উপজেলা সদরের কাশিমালা গ্রামের হারান চন্দ্র প্রামানিকের মেয়ে আদমদীঘি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী (১৫) প্রাইভেট পড়ার জন্য যাতায়াত করার সময়, ডহরপুর গ্রামের মীর হোসেনের ছেলে সোহেল রানা (২১) প্রায়ই প্রেম প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। ওই স্কুল ছাত্রী প্রেম প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তার পরিবারকে অবগত করে। ২৪ ফ্রেব্রুয়ারি ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়া শেষে সকাল ১০ টার দিকে বাড়ি ফিরছিল। সে উপজেলা শহরের শিয়ালশন রাস্তার মোড় নামক স্থানে পৌছলে, সেখানে ওঁৎ পেতে থাকা সোহেল রানা ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে জোড়পূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপরহরণ করে নিয়ে যায়। এই ঘটনার একদিন পর স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সোহেল রানাকে মুল আসামী করে আদমদীঘি থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদমদীঘি থানা পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে অবস্থান নিশ্চিত হয়ে, শুক্রবার অভিযান চালিয়ে ঢাকা থেকে অপহৃতা ওই স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী সোহেল রানাকে গ্রেফতার করে। 

এবিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্য জালাল উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী সোহেল রানাকে আজ শনিবার দুপুরে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। রবিবার ওই ছাত্রীকে ধর্ষন সংক্রান্ত মেডিকেল পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।