আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

প্রকাশ : 2023-03-07 15:23:02১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস), ভাষ্য সাইট ইন্টেলিজেন্স গোষ্ঠীর।

সোমবার স্থানীয় সময় সকালে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৬০ কিলোমিটার পূর্বে সিব্বি শহরে হামলার ওই ঘটনা ঘটে। এতে আরও ১৩ পুলিশ সদস্য আহত হন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন এক আত্মঘাতী বোমারু মোটরসাইকেলে করে এসে পুলিশ ভ্যানে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়।
ইসলামি চরমপন্থিদের গতিবিধি অনুসরণকারী সাইট ইন্টেলিজেন্সের পরিচালক রিটা কাটজ এক টুইটে বলেছেন, “বেলুচিস্তানের সিব্বিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস (আইএস) ।”

পাকিস্তানে সম্প্রতি পুলিশ সদস্যদের লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে।

বেলুচিস্তানের স্থানীয় বালুচ গেরিলারা কয়েক দশক ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানকে ইসলামাবাদ শোষণ করে আসছে বলে অভিযোগ তাদের।

এ পরিস্থিতির মধ্যেই পুলিশকে লক্ষ্য করে আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে পরিষ্কার কোনো মন্তব্য করেনি পাকিস্তানি কর্তৃপক্ষ।