আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ
প্রকাশ : 2024-04-17 19:02:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ টি পরিবারের মাঝে ঢেউ টিন ,নগদ অর্থ শুকনা খাবার বিতরন করা হয়েছে। বুধবার( ১৭এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সামনে এসব সরকারি ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. লতিফুর রহমান ও রাধানগর ইউনিয়ন (ইউপি) মো. আবু জাহেদ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ত্রাণ দূর্যোগ ও পূনর্বাসন মন্ত্রনালয়ের আওতায় আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে সম্প্রতি অগ্নিকান্ডে ৭টি পরিবার ও অগ্নিনির্বাপন কাজে আরো ৪টি পরিবারের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায়। ওই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঞে ১৪ বান্ডিল ঢেউটিন ও নগদ এক লাখ ২৩ হাজার টাকা ও শুকনা খাবার বিতরন করা হয়।