আটজন সেনা জেনারেলকে বরখাস্ত করলেন পুতিন
প্রকাশ : 2022-03-13 15:51:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
যুদ্ধে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার শীর্ষস্থানীয় আটজন সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন বলে দাবি করছে ইউক্রেন। ইউক্রেনীয় প্রেসিডেন্টের নিরাপত্তা পরামর্শক সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিন্ট।
ইউক্রেনের নিরাপত্তা পরামর্শক সংস্থার প্রধান ওলেকসি দানিলভ বলেন, দুর্বল রণকৌশল ও কয়েক দফায় রাশিয়ার লজ্জাজনক হারের কারণে পুতিন এ পর্যন্ত আট সেনা জেনারেলকে বরখাস্ত করেছেন। সেখানে নতুন লোক নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
দানিলভ বলেন, সামনের পথটি কঠিন হবে। শত্রুকে খাটো করে দেখা যাবে না। সব দিক থেকে তাদের পরাজিত করতে আমরা প্রস্তুত। তবে শত্রুপক্ষ পঙ্গপালের মতো লুকিয়ে ও হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে পারে।
যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের পররাষ্ট্র দপ্তর। এ লড়াইয়ে রাশিয়ার ৩৫৩টি ট্যাংক, বিভিন্ন ধরনের ১ হাজার ১৬৫টি সাঁজোয়া যান, ৫৭টি বিমান, ৮৩টি হেলিকপ্টার, ১২৫টি কামান, ৫৮টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় (এমএলআর) আঘাত করতে পারার দাবি করেছে কিয়েভ।
এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছিলেন, দুই দিনের মধ্যেই রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে নিতে পারে। কিন্তু যুদ্ধের ১৮তম দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রুশ সেনারা কিয়েভ দখলে নিতে পারেনি।