আজ শিল্পী বুলবুল মহলানবীশের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শহীদ মিনারে
প্রকাশ : 2023-07-17 11:17:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদ্য প্রয়াত শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে আজ (১৭ জুলাই)। এজন্য আজ বেলা ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আনা হবে।
সকাল ৯টার দিকে তার মরদেহ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হবে। সেখানে ধর্মীয় আনুষ্ঠনিকতা শেষে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রাখা হবে। এরপর সবুজবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
১৪ জুলাই ভোরে বুলবুল মহলানবীশ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুলবুল মহলানবীশ দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অসুখে ভুগছিলেন।
বুলবুল মহলানবীশ একাধারে কবি ও লেখক সংগীত, নাট্য ও আবৃত্তিশিল্পী হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন। পাশাপাশি তিনি টেলিভিশন-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বিভিন্ন ধরনের অনুষ্ঠান তিনি উপস্থাপনা করতেন।