আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস

প্রকাশ : 2024-07-29 14:13:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আজ আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস

২৯ জুলাই পালন করা হয় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। বিশ্ব জুড়েই এই দিনটিতে পশু সাম্রাজ্যের অন্যতম 'ম্যাজেস্টিক' এই প্রাণীটিকে নিয়ে চলে আলোচনা ও সচেতনতা বৃদ্ধির নানা উদ্যোগ।

যথেচ্ছ শিকার, জলবায়ুর পরিবর্তন এবং অন্যান্য কারণে বাঘের সংখ্যা কমতে কমতে ক্রমশ তলানিতে ঠেকার পরেই টনক নড়েছিল প্রশাসনের। ভারত-সহ অন্যান্য দেশের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পগুলির উপর জোর দেওয়া হয়। এই মুহূর্তে বিশ্বজুড়ে বাঘের সংখ্যা সরকারি হিসেব অনুযায়ী, সাড়ে ৪ হাজারে কিছু বেশি। যার মধ্যে, শুধুমাত্র ভারতেই বাঘ রয়েছে সরকারি হিসেব অনুযায়ী, ৩ হাজারের কিছু বেশি। যার অধিকাংশই রয়েল বেঙ্গল টাইগার প্রজাতির।

যদিও, শুধুমাত্র রয়েল বেঙ্গল টাইগারই নয়। বাঘের আরও কিছু প্রজাতি রয়েছে, যেগুলির বেশিরভাগের সদস্য সংখ্যাই কমের দিকে। এই প্রজাতিগুলি হল- সুমাত্রান টাইগার, জাভা টাইগার, বালি টাইগার, ক্যাসপিয়ান টাইগার, সাইবেরিয়ান টাইগার, সাউথ চায়না টাইগার, ইন্দোনেশিয়ান টাইগার এবং মালয় টাইগার।

 

সান