আজ আদমদীঘির মুরইলে সন্যাস ঠাকুকের মহা যজ্ঞানুষ্ঠান
প্রকাশ : 2023-02-09 11:33:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আজ বৃহস্প্রতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইলে শ্রীশ্রী সন্যাস ঠাকুরের পুজা অন্তে মহা যজ্ঞানুষ্ঠান। বগুড়া জেলার আদমদীঘি উপজেলা,দুপচাঁচিয়া উপজেলা ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সমন্বয়ে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে শ্রীশ্রী সন্যাস ঠাকুরের ৩২ তম এই অধিবেশনের আয়োজন করা হয়েছে। বুধবার রাতে শ্রীশ্রী সন্যাস ঠাকুরের পুজা অর্চনা অন্তে আজ বৃহস্প্রতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অখন্ড তারক ব্রক্ষ মহামন্ত্র কীর্তন শেষে প্রসাদ বিতরন করা হবে। আয়োজক কমিটির সভাপতি রেবতী মোহন সাহা ও সাধারন সম্পাদক ডাঃ গোপাল চন্দ্র রায় জানান,প্রতি বছরের ন্যায় এবারও শ্রীশ্রী সন্যাস ঠাকুরের পুজা ও কীর্তনের আয়োজন করা হয়েছে। সকল ভক্তবৃন্দদের সমস্ত হিংসা- বিদ্বেষ,ভেদাভেদ ভুলে মহা যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থেকে প্রসাদ গ্রহনের আহবান করাশ যাচ্ছে।