আজ আদমদীঘিতে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন শুরু

প্রকাশ : 2023-01-22 15:58:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আজ আদমদীঘিতে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন শুরু

আজ রবিবার (২২ জানুয়ারী) সন্ধ্যা থেকে শ্রীমদ্ভগবদগীতা পাঠ,গঙ্গা আহবান,মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস এর মধ্য দিয়ে আদমদীঘি (চড়কতলা) কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন উৎসবের সূচনা শুরু হচ্ছে। বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরের হরিবাসর কমিটি এই লীলা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করেছেন। উৎসব অঙ্গনে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। আগত ভক্তদের সকাল,দুপুর ও রাতে সেবার জন্য প্রসাদের ব্যবস্থা,প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল ক্যাম্প,শিশুদের জন্য দুধের ব্যবস্থা রয়েছে। 

 

আজ ২২ জানুয়ারী রবিবার সন্ধ্যায় শুভ অধিবাস ও অহরাত্রী পর্যন্ত নাম সংকীর্তন করবেন হরিবাসর আয়োজক কমিটির স্বাগতিক দল শ্রীশ্রী রাধাকান্ত সম্প্রদায়। পরদিন ২৩ জানুয়ারী সোমবার এবং ২৪ জানুয়ারী মঙ্গলবার ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দ লীলা কীর্তন এবং ২৫ জানুয়ারী বুধবার কুঞ্জ ভঙ্গ অন্তে শ্রীশ্রীমহাপ্রভুর ভোগআরতি,ভোগদর্শন ও মহাপ্রসাদ বিতরন হবে। মহাযজ্ঞানুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করবেন,রাজশাহী বাগমারার শ্রীমতি রাধারানী প্রামানিক,নওগাঁ মান্দার প্রেমানন্দ হালদার,বগুড়ার শেরপুরের নিরাঞ্জন সরকার(বিএসসি),বগুড়ার আদমদীঘির সুজাতা মোহন্ত এবং আদমদীঘির তালসনের আশিক কুমার সরকার(তপু)। হরিবাসর কমিটির সভাপতি বাবু সত্যেশ চন্দ্র নিয়োগী জানান,বিশ্ব মানবতার কল্যান কামনায় দেশ মার্তৃকার ও জাতির মঙ্গলার্থে এই মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাঙ্গলিক এই অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের প্রসাদসেবা সহ সকল প্রকার সু-ব্যবস্থা রয়েছে।