আজীবন সম্মাননা পাচ্ছেন আবুল হায়াত
প্রকাশ : 2022-11-16 11:34:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
৬০ বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে আছেন আবুল হায়াত। শুধু অভিনেতাই নন, তিনি পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। তাঁর অবদানকে স্বীকৃতি জানাতে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা। প্রথমবারের মতো ১৮ নভেম্বর আয়োজিত হতে যাচ্ছে দীপ্ত অ্যাওয়ার্ড ২০২২। অনুষ্ঠানটিতে দেশের এই গুণী অভিনেতার হাতে তুলে দেওয়া হবে এ সম্মাননা স্মারক।
১৯৪৭ সালে দেশভাগের পর মুর্শিদাবাদ থেকে চট্টগ্রামে চলে আসে হায়াত পরিবার। সংস্কৃতিমনা বাবার সান্নিধ্যে বেড়ে ওঠা আবুল হায়াত দশম শ্রেণিতে পড়ার সময় প্রথম মঞ্চে ওঠেন। মঞ্চে অভিনয় শিখে একসময় নিয়মিত হন টেলিভিশনে। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় টেলিভিশনকে দিয়েছেন। সেই টেলিভিশন থেকে পেতে যাচ্ছেন আজীবন সম্মাননা।
আবুল হায়াত বলেন, ‘একটা টেলিভিশন চ্যানেল থেকে যখন কোনো প্রাপ্তি আসে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এর আগে এটিএন বাংলা থেকে আজীবন সম্মাননা পেয়েছিলাম। এবার দীপ্ত টেলিভিশনের এই সম্মাননার ঘোষণা আমাকে আবেগাপ্লুত করেছে।’
এ সময় আবুল হায়াত জানান, দীপ্তর কোনো নাটকে অভিনয়ের সুযোগ তিনি পাননি। তারপরও দীপ্ত টিভি দর্শকের জায়গা থেকে তাঁর অভিনয় ও কাজে মূল্যায়ন করেছে; এতে তিনি আনন্দিত। তিনি বলেন, ‘দীপ্ত টিভির কোনো নাটকে অভিনয় করেছি কি না, আমার মনে পড়ছে না। তারপরও সেই টেলিভিশন সম্মানিত করছে, এটা অনেক বড় অর্জন। শুধু এটাই বলব, এক জীবনে অনেক কিছু পেয়েছি। যাঁরা আমাকে সম্মানিত করেছেন, ভালোবেসেছেন, সবার কাছে কৃতজ্ঞতা।’
দীপ্ত টিভির সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে ১৮ নভেম্বর সন্ধ্যা সাতটায় প্রথমবারের মতো দেওয়া হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচিত একক নাটকগুলোর মধ্যে ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে।