আজকে ডেঙ্গুতে ঝরল ৪ জনের প্রাণ, নতুন রোগী ৪২৬
প্রকাশ : 2022-11-30 19:28:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ২৫৪ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৬ জন। এর মধ্যে ঢাকায় ২৩৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১৮৭ জন ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি ৭৫৫ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৭ হাজার ৩৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৫০৭ জন এবং ঢাকার বাইরে ২০ হাজার ৮৫১ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৩০১ জন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৩০৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৯ হাজার ৯৯৭ জন সুস্থ হয়েছেন।