আগামী ৭২ ঘণ্টা পর কাউনিয়াসহ সারাদেশে একযোগে বিদ্যুৎ বিপর্যয় ঘটতে পারে!
প্রকাশ : 2024-08-25 18:23:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সারা বাংলাদেশ একজোগে বিদ্যুৎ বন্ধ সহ ব্লাক আউট হবে। গত ৪মাস ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বিভিন্ন বৈষম্য সহ অনিয়ম ও অত্যাচারের প্রতিবাদ স্বরূপ বাংলাদেশর ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি ২দফা দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছে। ১ম দাবি- এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন। ২য় দাবি- সকল চুক্তিভিত্তিক/অনিয়মিতদের নিয়মিত করা। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব এর হস্তক্ষেপে কমিটি গঠন করা স্বত্বেও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের দাবি দুটির একটিও বাস্তবায়ন হয়নি। এমনকি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তা তাদের দুর্নীতি ও অনিয়ম ধামাচাপা দেয়ার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গঠিত কমিটির সভায় যোগদান করেননি। এমনকি কমিটি বাতিলসহ দাবি না মানার পাঁয়তারা করে চলেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তারা এতটাই স্বৈরাচার হয়ে উঠেছে যে পল্লী বিদ্যুৎ সমিতির মেরুদন্ড লাইনম্যান অত্যন্ত ঝুঁকিপূর্ণ পোস্টটি পার্মানেন্ট চাকরি থেকে চুক্তিভিত্তিক করে দিয়েছে। গত ৫বছরে এই কাজ করতে গিয়ে ২০ও বেশী লাইনম্যান বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। এই পদের নিয়োগে বিজ্ঞান বিভাগের ছাত্ররা আবেদন করে থাকেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের নিজেদের খুশি মতো এই পদটি নিয়মিত থেকে চুক্তিভিত্তিক করে গত ৫বছর ধরে। নতুন প্রজন্মের ছাত্রদের এই চাকরির মাধ্যমে দাস বানিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। বিলিং সহকারীরা ১দিন ছুটি কাটালে বেতন পায় না, মাতৃত্বকালীন ছুটি ভোগ করতে পারে না, ভোগ করলে বেতন পায় না। মিটার রিডাররা সারাদিন রোদে পুড়ে বিল বিতরণ পরেও তাদেরকে রাখা হয়েছে চুক্তিভিত্তিক। গ্রাহক পর্যায়ে যত দুর্ভোগ রয়েছে তার একমাত্র তৈরী করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এত এত লোডশেডিং ও হালকা বাতাসেই লাইন বন্ধ হয়ে যাবার কারণ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিম্নমানের মালামাল দিয়ে লাইন নির্মাণ। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি ও দেশের ১২কোটি মানুষ তাদের কারনে ভোক্তভূগী। কাউনিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ও এজিএম কম জানান, যদি তাদের এই যৈৗক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে পল্লী বিদ্যুত সমিতির ৪৫হাজার কর্মকর্তা-কর্মচারী একযোগে গণছুটি এবং গণপদত্যাগ করবে এর কারণে সারা দেশে বিদ্যুৎ বন্ধসহ ব্ল্যাকআউট হয়ে যাবে। এর জন্য একমাত্র দায়ী থাকবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ মন্ত্রণালয়।