আগামীকাল ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রারম্ভিক অনুষ্ঠান
প্রকাশ : 2024-01-25 13:26:01১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিক্রমপুরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ষোলঘর অক্ষয় কুমার শশী কুমার (একেএসকে) উচ্চ বিদ্যালয়ের শততম বার্ষিকী উপলক্ষে আগামীকাল (শুক্রবার) বছরব্যাপী অনুষ্ঠানমালার প্রারম্ভিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য বুদ্ধিজীবী, লেখক, সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস প্রফেসর ড.সিরাজুল ইসলাম চৌধুরী।
শত বছরের শত বেলুন উড়িয়ে ও প্রতি দশ বছর হিসেবে দশটি কবুতর মুক্তকরে তিনি শতবর্ষ পালনের শুভ উদ্বোধন করা হবে। কেককাটা, বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা ও আলোচনার মাধ্যমে প্রারম্ভিক অনুষ্ঠান সমাপ্ত হবে।
অনুষ্ঠান সফল করার জন্য প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির কর্মকর্তাদের নিয়ে গঠিত উপ কমিটি গত দুমাস যাবত কাজ করে যাচ্ছে। এ উপলক্ষে রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন ছাত্রছাত্রীদের গেঞ্জি ও ক্যাপ প্রদান করা হবে।
অনুষ্ঠান সফল করার জন্য নেপথ্যে সমন্বয়ের ভূমিকা পালন করছেন প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো.জয়নাল আবেদীন।
উল্লেখ্য, ষোলঘরের অক্ষয় কুমার চৌধুরী ও শ্যামসিদ্ধির শশী কুমার ১৯২৫ সালে তাঁদের গ্রামে স্থাপিত পূর্বের দুটি উচ্চ বিদ্যালয় একিভূত করে শ্রীনগরের মুচিকান্দা মৌজার ষোলঘরে একেএসকে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা শ্রীনগরের জমিদারের লাঠিয়াল জগাই মাধাই এক রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এর পরে অক্ষয় কুমার চৌধুরী নিজ বাড়ির ঘর ভেঙ্গে এনে পূনয়ায় স্কুল চালু করেন।
সান