আওয়ামী লীগের শনিবারের জনসভা স্থগিত
প্রকাশ : 2023-10-06 19:42:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আওয়ামী লীগের শনিবারের জনসভা স্থগিত করা হয়েছে। অতি বৃষ্টির জন্য কর্মীদের দুর্ভোগ ও সমর্থকদের বিড়ম্বনার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই নেতা জানান, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। এটি আগামী ১৪ অক্টোবর দুপুর ২টায় একইস্থানে অনুষ্ঠিত হবে।
শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্বোধন উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছিল।
এ বিষয়ে উইলিয়াম প্রলয় সমাদ্দার বলেন, উদ্বোধনের সুধী সমাবেশ- যা এয়ারপোর্টের ভেতরে অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। শুধু বাইরে কাওলা মাঠে যে জনসমাবেশ হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে।
ই