আইসোলেশনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
প্রকাশ : 2022-01-30 18:33:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তিনি আইসোলেশনে আছেন। এ কারণেই সোমবারের (৩১ জানুয়ারি) ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে অংশ নেবেন তিনি।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ২ হাজার ৬৫ জন এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগ দেওয়া নিয়ে দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নিয়োগপ্রাপ্ত এসব শিক্ষকের মধ্যে নিয়োগপত্র দেওয়ার কথা শিক্ষামন্ত্রীর। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানান, মন্ত্রী মহোদয়ের স্বামী করোনা পজিটিভ। এ কারণেই তিনি ভার্চ্যুয়ালি অংশ নেবেন।
শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজের করোনা রিপোর্ট শনিবার (২৯ জানুয়ারি) পজিটিভ আসায় তিনি (শিক্ষামন্ত্রী) আইসোলেশনে গেছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।