আইসিইউতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান

প্রকাশ : 2022-05-16 10:11:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আইসিইউতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান। মঈন খান কার্ডিওলজিস্ট ডা. কাজী আতিকুর রহমানের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
 
শায়রুল কবির খান বলেন, ‘আজ ড. মঈন খান তাঁর নিজ এলাকা পলাশ উপজেলা ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত জিন্দা পার্কে একটি প্রশিক্ষণ কর্মশালা করেন। সেখানে তিনি দীর্ঘসময় বক্তব্য দেন। পরে দুপুরে লাঞ্চ ব্রেকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।