আইপিইউ সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন স্পিকার
প্রকাশ : 2024-03-21 12:12:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘১৪৮ তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার দিবাগত রাত তিনটায় সংসদীয় প্রতিনিধিদলকে নিয়ে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আগামী ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় এই সম্মেলন হবে।
সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি স্পিকারের সফর সঙ্গী হয়েছেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন স্পিকারের সঙ্গে যান।
সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীগণসহ আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।