আইনজীবীদের সারিতে বসে বিচারকাজ দেখলেন ভুটানের বিচারপতি

প্রকাশ : 2024-06-09 10:53:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আইনজীবীদের সারিতে বসে বিচারকাজ দেখলেন ভুটানের বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে বসে বিচারকাজ দেখছেন ভুটানের হাইকোর্টের বিচারপতি লোবজাং রিনজিন ইয়ার্গে। রোববার (৯ জুন) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনি আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষের প্রথম সারিতে আইনজীদের সঙ্গে বসে বিচারকাজ দেখেন। এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে স্বাগত জানান এবং উপস্থিত আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। 

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুডিশিয়ারি অ্যাক্রোশ দ্যা বর্ডারস (২১ ফাস্ট সেঞ্চুরি চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপেরিয়েন্স ফর্ম দ্যা হিমালয়াস অ্যান্ড বিয়ন্ড)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছেন ভুটানের হাইকোর্টের বিচারপতি লোবজাং রিনজিন ইয়ার্গে।

এর আগে গতকাল বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তির মানবাধিকার রক্ষায় আইনের শাসনের খুবই গুরুত্বপূর্ণ। এটি শক্তিশালী গণতন্ত্রের মূলভিত্তি। তিনি বলেন, দুটি গুরুত্বপূর্ণ মূলনীতি যথা— কেউ আইনের ঊর্ধ্বে নয় ও সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, বাস্তবায়ন করা না হলে আইন ন্যায়বিচারের পরিবর্তে অবিচারের উৎস হয়ে ওঠে। 

তিনি তার বক্তব্যে ভুটানের বিচার ব্যবস্থার অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

 

সা/ই