আইএল টি-টোয়েন্টিতে তাসকিন মোস্তাফিজের ম্যাচে ৫ উইকেট
প্রকাশ : 2025-12-20 11:09:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) আজ মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভার বোলিং করে ৪০ রান খরচায় ৩টি উইকেট শিকার করেছেন শারজা ওয়ারিয়র্সের পেসার তাসকিন আহমেদ। উইকেট সংখ্যায় তাসকিন সফল হলেও ওভারপ্রতি ১০ রান দিয়ে কিছুটা খরুচে বোলিং করেছেন তিনি।
এবারের আসরে বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠ মাতাচ্ছেন, যা আমিরাতের এই লিগকে বাংলাদেশি সমর্থকদের কাছে এক বিশেষ আকর্ষণীয় মিলনমেলায় পরিণত করেছে।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শারজা ওয়ারিয়র্সের অধিনায়ক সিকান্দার রাজা। ইনিংসের শুরুতেই শারজা সাফল্য পায় যখন দলীয় ৩ রানেই ওপেনার শায়ান জাহাঙ্গীরকে বিদায় করেন অধিনায়ক রাজা নিজে। তবে দ্বিতীয় উইকেটে জর্ডান কক্স ও আফগান ব্যাটার সেদিকউল্লাহ আতাল ৩১ বলে ৪৭ রানের জুটি গড়ে দুবাই ক্যাপিটালসকে ম্যাচে ফিরিয়ে আনেন।
ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে এই মারমুখী জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ২৮ রানে থাকা কক্সকে সাজঘরে ফিরিয়ে তাসকিন নিজের প্রথম সাফল্য উদযাপন করেন। এরপর চতুর্থ উইকেটে মোহাম্মদ নবি ও আতাল মিলে ২৬ বলে আরও ৪২ রান যোগ করলে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় দুবাই।
দুবাই ক্যাপিটালসের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ওপেনার সেদিকউল্লাহ আতাল। ৪৪ বলে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৬ রানের লড়াকু ইনিংস খেলে তিনি ১৮তম ওভারে তাসকিনের দ্বিতীয় শিকার হন। নির্ধারিত ২০ ওভার শেষে দুবাই ক্যাপিটালস ৬ উইকেটের বিনিময়ে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।
তাসকিন তার স্পেলের শেষ ওভারে ১২ রান দিলেও একটি উইকেট তুলে নেন, যার ফলে তার ঝুলিতে জমা হয় মোট ৩টি উইকেট। শারজার বোলারদের মধ্যে মাথিসা পাতিরানা, আদিল রশিদ ও সিকান্দার রাজা একটি করে উইকেট নিয়ে তাসকিনকে যোগ্য সঙ্গ দিয়েছেন।
চলতি আসরে মোস্তাফিজুর রহমান নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে নজর কাড়লেও তাসকিন আহমেদ নিজের সেরা ছন্দ খুঁজে পেতে কিছুটা লড়াই করছেন। ৩ উইকেট শিকারের মাধ্যমে তাসকিন আজ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেও তাঁর বোলিংয়ের রান দেওয়ার হার নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে।
এর আগে সাকিব-মোস্তাফিজের লড়াইয়ের পর আজ তাসকিন-মোস্তাফিজের এই দ্বৈরথ ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। মাঠের লড়াই শেষে এই তিন টাইগার ক্রিকেটারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিদেশের মাটিতে তাদের এই অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের জন্য এক ইতিবাচক বার্তা বহন করছে।