আংটি বদলের দু’বছরেও হয়নি বিয়ে, দেশে ফিরে যা বললেন ফারিয়া
প্রকাশ : 2022-09-03 10:43:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দুই বাংলায় সমান তালে কাজ করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি সিনেমার কাজ শেষে কলকাতা থেকে ফিরেছেন তিনি। সেখানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার দুটি ছবি।
এদিকে ২০২০ সালে ২১ মার্চ রনি রিয়াদ রশীদের সঙ্গে আংটি বদল হয়েছিল তার। সে বছরের নভেম্বরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। কিন্তু দুই বছর চলে গেলেও বিয়েটা আর হয়নি। কবে হবে সেই বিয়ে— সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রশ্নটি করা হলে ফারিয়া জানান, আপাতত এই বিয়ের কোনো সম্ভবনা নেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনই বিয়ে আর হচ্ছে না। বিয়ের বয়স তো শেষ হয়ে যায়নি আমার। এখন আমার অনেক কাজ বাকি। কাজ শেষ না করে বিয়ে করছি না। কবে হবে, তাও বলতে পারছি না।’
কলকাতার সিনেমার ব্যস্ততা চুকিয়ে দেশে ফিরতেই নতুন কাজে নেমে পড়তে হচ্ছে ফারিয়াকে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং বিজ্ঞাপনটির। আপাতত সেই প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।