অ্যাডভোকেট হত্যা মামলায় আইনী সহায়তা পাচ্ছেন না আসামীপক্ষ 

প্রকাশ : 2024-11-19 15:57:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

অ্যাডভোকেট হত্যা মামলায় আইনী সহায়তা পাচ্ছেন না আসামীপক্ষ 

মাদারীপুরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনজীবির মাধ্যমে আদালতে আইনী সহয়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামী পক্ষের লোকজন। মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদারীপুর নতুন শহর এলাকার একটি সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামী ফারুক মাতুব্বরের স্ত্রী মোছা. আরফিন অভিযোগ করে বলেন, “গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিনকে তাঁতিবাড়ি এলাকায় ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মায়া আক্তার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় মোছা. আরফিনের স্বামী, মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বরকে ১নং আসামী করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালতের মাধ্যমে ফারুক মাতুব্বর এখন কারাগারে আছেন। নিহত অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদন, মাদারীপুর আইনজীবি সমিতির সদস্য হওয়ায় মাদারীপুর আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবি মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন না।”এতে আইনী সহায়তা না পাওয়ায় মানবিধকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন আসামীপক্ষের লোকজন।

সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, “হত্যা মামলাকে কেন্দ্র করে বাদীপক্ষের লোকজন আসামীদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বাড়ির লোকজন হত্যা মামলার আসামী হওয়ায় এলাকা ছাড়া। এতে নিরাপত্তাহীনতায় আসামীপক্ষের লোকজন। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করা হয়।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফারুক মাতুব্বরের মা ইজ্জাতুন নেছা, ছোটভাই শাহজালাল মাতুব্বর, বোন শাহানুর বেগম, ফেরদৌসি আক্তারসহ অনেকে।