অস্কারে ‘লাপাতা লেডিস’
প্রকাশ : 2024-09-23 16:59:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের পক্ষ থেকে এবার অস্কার আসরের জন্য মনোনীত হলো পিতৃতন্ত্রের ওপর ব্যঙ্গাত্মক হালকা চালের হিন্দি সিনেমা ‘লাপাতা লেডিস’।
কিরণ রাওয়ের এই ছবিটি ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে। এবারের আসরের জন্য তালিকায় আরও ছিলো বলিউড হিট ‘অ্যানিম্যাল’, মালায়ালাম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’সহ ২৯টি চলচ্চিত্র। গত বছর অস্কারে ভারত থেকে পাঠানো হয়েছিল মালায়ালাম সুপারহিট ‘এভরিবডি ইজ আ হিরো’।
অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।
সম্প্রতি কিরণ জানিয়েছিলেন তিনি নিশ্চিত যে, ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া (এফএফআই) অস্কারের জন্য সেরা ছবি বেছে নেবে। ফেব্রুয়ারির শুরুতে সিনেমাটির প্রেস স্ক্রিনিংয়ে কিরণ বলেছিলেন, ‘আমাদের প্রাথমিক স্বীকৃতি বক্স অফিসে দর্শকদের প্রতিক্রিয়া থেকে আসে। দর্শক ও দেশ যদি আমাদের কাজের প্রশংসা করে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশংসা। আর অস্কারে গেলে সেটি হবে পরম পাওয়া।’
‘লাপাতা লেডিস’ ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। ছবিটি প্রযোজনা করেছে রাওয়ের কিন্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশন।
এই বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগারওয়াল শর্মার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবাস্তব।
সা/ই