অসুস্থ হয়ে পড়েছেন সৌদির বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ
প্রকাশ : 2024-05-20 17:46:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফুসফুসে প্রদাহজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদ। রোববার থেকে জেদ্দার আল সালাম প্রাসাদে তার চিকিৎসা শুরু হয়েছে।
৮৮ বছর বয়সী বাদশাহকে আপাতত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এদিকে, বাদশাহর ছেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আজ সোমবার জাপান সফরের কথা ছিল; কিন্তু পিতার অসুস্থতার কারণে সেই সফর স্থগিত করেছেন তিনি। জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি সোমবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন এই তথ্য।
এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, রুটিন চেকআপের জন্য আল সালাম প্রাসাদের রাজকীয় ক্লিনিকে ভর্তি হয়েছিলেন বাদশাহ। সেকানে রোববার জ্বর ও বুকে ব্যাপক ব্যাথা অনুভব করার পর চিকিৎসা শুরু হয় তার।
সৌদি বাদশাহ দেশটির রাষ্ট্রপ্রধানের পাশাপাশি পদাধিকারবলে ইসলাম ধর্মাবলম্বীদের দুই পবিত্র মসজিদ কাবা শরিফ এবং মসজিদে নববিরও প্রধান রক্ষক। ২০১৫ সালে সৌদির সিংহাসনে বসেন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। তার আগ পর্যন্ত দেশের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
সান