অশ্বত্থামা লুকের জন্য অনেক কাঠখড় পুড়িয়েছেন অমিতাভ বচ্চন
প্রকাশ : 2024-07-04 17:58:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকে আলোচনায় রয়েছেন। ৮১ বছর বয়সেও অমিতাভ পর্দায় অশ্বত্থামা লুকে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। অথচ এই মেকআপ নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। কয়েক ঘণ্টা এক টানা বসে থেকে এই মেকআপ নিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অমিতাভের অশ্বত্থামা লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং।
এসময় ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে।’
তিনি আরও লিখেছেন, ‘আশা করি অমিতাভ স্যারের এই লুক সকলের পছন্দ হয়েছে। এখানে সেই লুক তৈরির কয়েক ঝলকই রইল আপনাদের জন্য। বড় পর্দায় পারফেক্ট অশ্বত্থমা হয়ে উঠতে প্রতিদিন সেটে তিন থেকে চার ঘণ্টা মেকআপ করতে হত অমিতাভকে।’
ছবিতে অভিনেতাকে ধৈর্য সহকারে মেকআপ নিচ্ছেন। মরুভূমির টোন সহ পোশাক পরিধান করতে দেখা যায়। প্রস্থেটিক্স ব্যবহার করে বচ্চনের চেহারা আরও উন্নত হয়েছিল। তার লম্বা সাদা চুল এবং লম্বা দাড়ি এবং কপালে তিলক বেশ নজরে এসেছে।
নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি’-তে অমিতাভ বচ্চন ছাড়াও কমল হাসান, দীপিকা পাডুকোন অভিনয় করেছেন।