অলরাউন্ড পারফরমেন্সের জন্য অত্যাধুনিক কুলিং সিস্টেমের রিয়েলমি জিটি মাস্টার এডিশন
প্রকাশ : 2022-09-07 18:43:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
[ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২২] স্মার্টফোন ও প্রযুক্তিপ্রেমী মানুষদের জন্য তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি ফাইভজি প্রযুক্তি সমর্থিত রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনটি উন্মোচন করেছে। স্মার্টফোনটির দুর্দান্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে- এর অনন্য সুটকেস থেকে অনুপ্রাণিত ডিজাইন, শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর এবং অত্যাধুনিক ভেপার চেম্বার কুলিং সিস্টেম; একসাথে এই সবগুলো ফিচার ব্যবহারকারীদের অভূতপূর্ব অভিজ্ঞতা দিবে।
রিয়েলমি ব্র্যান্ডটির সবচেয়ে এক্সক্লুসিভ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মধ্যে অন্যতম জিটি মাস্টার এডিশন সিরিজ। জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়ার সুটকেস থেকে অনুপ্রাণিত ডিজাইনের কারণে স্মার্টফোনটি দেখতে দুর্দান্ত, হাত থেকে পিছলে যাবে না এবং এতে সহজে স্ক্র্যাচও পরবে না। দৃঢ়তার প্রত্যয়ে উদ্বুদ্ধ হয়ে চমৎকারভাবে ডিজাইন করা এ ফোনে ব্যবহার করা হয়েছে বিশেষ ‘ভেগান লেদার,’ এর ফলে ব্যবহারকারীদের সামনে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতার নতুন এক দিগন্ত উন্মোচিত হবে।
ভিডিও দেখা এবং গেমিং অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে স্মার্টফোনটিতে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ১২০ হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও, ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ সিস্টেমের কারণে ৩৫ মিনিটেরও কম সময়ে চার্জ হবে স্মার্টফোনটির ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি, নিখুঁত ও ঝকঝকে ছবির জন্য স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ও ইন্টেলিজেন্ট ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সাথে রয়েছে স্ট্রিট ফটোগ্রাফি ফিল্টার। ফলে, এখন ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ফটোগ্রাফি করতে পারবেন। জীবনের গুরুত্বপূর্ণ সব মুহুর্তের ছবিগুলোকে ক্যামেরাবন্দী করতে ফ্ল্যাগশিপ এই ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। ডিভাইসটির আলট্রা-সুইফট পারফরম্যান্স নিশ্চিত করতে এটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি ফাইভজি প্রসেসর। এটির ফাইভজি চিপসেট ম্যাচলেস স্পিডের ক্ষেত্রে ৬ এনএম পর্যন্ত সক্ষমতা পেতে পারে, যা জিটি মোড চালু করার মাধ্যমে সর্বোচ্চ সীমায় পৌঁছাবে।
গেমিংয়ের ক্ষেত্রে প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিতে স্মার্টফোনটিতে তাপ নির্গমন কার্যকরী ভেপার চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও চমকপ্রদ করতে জিটি মাস্টার এডিশনে অন্যান্য ফিচারের সাথে যুক্ত করা হয়েছে- ইনটেলিজেন্ট এডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি, ইউনিফাইড কন্ট্রোল অব সিস্টেম রিসোর্সেস এবং স্পেশাল সিনারিও অপটিমাইজেশন। ডিভাইসে এই আধুনিক প্রযুক্তিগুলোর সমন্বয় ঘটার কারণে, ফোনটি দীর্ঘসময় ব্যবহার করলেও ফোনের তাপ অনুভব করবেন না ব্যবহারকারীরা।
একটি মিড-রেঞ্জের স্মার্টফোন থেকে ক্রেতারা যা চান তার সবই আছে রিয়েলমি জিটি মাস্টার এডিশনে। আকর্ষণীয় ও শক্তিশালী পারফরমেন্সের এই স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ৩৪,৯৯০ টাকায় (+ভ্যাট)। যারা মিড-রেঞ্জের মধ্যে অলরাউন্ড স্মার্টফোনের খোঁজ করছেন, এই ফোনটি তাদের চাহিদা পূরণে সক্ষম হবে। For store details: https://www.realme.com/bd/store-address