অভিযোগ থেকে অব্যাহতি পেলেন ধর্মমন্ত্রী
প্রকাশ : 2024-01-23 12:15:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রকাশ্যে নিজের ভোট দিয়ে নির্বাচনি অপরাধের অভিযোগ থেকে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খানকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২২ জানুয়ারি) তাকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়, ফরিদুল হক খানের লিখিত বক্তব্য ও ব্যাখ্যা ইসির কাছে গ্রহণযোগ্য বিবেচিত হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফরিদুল হক খান গত ৭ জানুয়ারি ইসলামপুর উপজেলার গলাবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন। এটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষেয় নির্বাচন কমিশন সচিবালয়ে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। পরে তিনি ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দেন এবং বিষয়টি ‘ক্ষমাশীল দৃষ্টিতে’ দেখার জন্য ইসিকে অনুরোধ করেন।
সান